নিজস্ব প্রতিবেদক : সিলেটের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে যোগদান করেছেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খান মো. রেজা-উন-নবী (আইডি নং ৬৫২২)। তিনি ১৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। তার নিজ জেলা জয়পুরহাট।
সোমবার (২ ডিসেম্বর) সিলেটের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে যোগদান করেছেন তিনি। তাকে সাবেক বিভাগীয় কমিশনার আবু আহমেদ ছিদ্দিকীর স্থলাভিষিক্ত করা হয়েছে।
গত ১৬ জুলাই ২০২৩ তারিখে সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে আবু আহমেদ ছিদ্দিকী যোগদান করেছিলেন। তাকে বর্তমানে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে।