• ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

AMZAD
প্রকাশিত ০৩ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২৪ ১২:২২:৫৫
বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙণে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে বৈষাম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে মহানগরের চৌহাট্টা এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের কথিত অভিযোগ ও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার বিক্ষোভ সমাবেশ ডাকে আগরতলার হিন্দুত্ববাদী একটি সমিতি। আগরতলা সার্কিট হাউসে অবস্থিত গান্ধী মূর্তির সামনে এ বিক্ষোভ সমাবেশ হয়। পরে সহকারী হাইকমিশনের ভেতরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলেন এবং সেই পতাকা ছিঁড়ে ফেলেন তারা। এরপর ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে সেটিতে আগুন ধরিয়ে দেন।

এর প্রতিবাদে সারাদেশে বিক্ষোভের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এর আগে ভারতের ডানপপন্থী সংস্থা ‘হিন্দু সংগ্রাম স্মৃতি’ ত্রিপুরায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা চালায়।

গত ২৮ নভেম্বর বিকেলে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে বিক্ষোভ করতে গিয়ে সহিংস হয়ে ওঠে বঙ্গিও হিন্দু জাগরণ নামে একটি হিন্দু সংগঠনের সদস্যরা। ওই ঘটনার তীব্র নিন্দা জানায় ঢাকা। বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেয় এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করে।