• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ভারতে বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলায় সুনামগঞ্জে বিক্ষোভ

AMZAD
প্রকাশিত ০৩ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২৪ ১৫:২৮:০৫
ভারতে বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলায় সুনামগঞ্জে বিক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি : ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ঐক্যবদ্ধ ছাত্র সমাজের উদ্যাগে পৌর শহরের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ার পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দ্দোজা আহমদ, শিক্ষার্থী রিয়াজ উদ্দিন, হুমায়ুন আহমদ, আরশদ মোবারক প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ভারত যদি আমাদের সীমান্ত রেখা অতিক্রম করে, তাহলে আমরা তাদের শক্ত হাতে দমন করব। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা যুদ্ধ চালিয়ে যাবো। পাশাপাশি বাংলাদেশ ইসকন নামে জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে এবং ভারতের আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলা হয়েছে সেটার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।