• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ওসমানী বিমানবন্দরে ফের স্বর্ণের চালান জব্দ

AMZAD
প্রকাশিত ০৬ ডিসেম্বর, শুক্রবার, ২০২৪ ১৬:৪৭:০৩
ওসমানী বিমানবন্দরে ফের স্বর্ণের চালান জব্দ

নিজস্ব প্রতিবেদক : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এবারো দুবাই থেকে ছেড়ে ফ্লাইটে সীটের নীচে পরিত্যাক্ত অবস্থায় প্রায় সোয়া কোটি টাকা মূল্যের এক কেজি ২৬৬ গ্রাম ওজনের স্বর্ণের চালান জব্দ করা হয়েছে।

শুক্রবার (০৬ ডিসেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে দুবাই থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইটে (বিজি-২৪৮) সীটের নীচে পরিত্যাক্ত অবস্থায় পলিথিনে রাখা স্বর্ণের চালানটি জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা।

কাস্টমস বিভাগের ওসমানী বিমানবন্দর এয়ারফ্রেডের সহকারি কমিশনার (চ.দা.) বিকাশ চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করে বলেন, বিমানের সীটের নীচে পলিথিনে মোড়ানো স্বর্ণের চালান জব্দ করা হয়েছে। এরমধ্যে ১৮পিস চুড়ি ও ৩ পিস চেইন তৈরী করে আনা স্বর্ণের মোট ওজন এক কেজি ১৬৬ গ্রাম। এরবাজার মূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা হবে জানিয়েছেন। তবে কাউকে আটক করা যায়নি।

তিনি বলেন, চোরাচালানে জড়িত যাত্রী কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে স্বর্ণ সীচের নীচে ফেলে রাখে। ওই ঘটনায় কাউকে সনাক্ত করা যায়নি।

এরআগে বুধবার (০৪ ডিসেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে দুবাই থেকে ছেড়ে আসা ফ্লাইট (বিজি-২৪৮) বিমানের অভ্যন্তরে পরিত্যাক্ত অবস্থায় ১১পিস স্বর্ণের বার জব্দ করে করা হয়। জব্দৃকত ১১ টি স্বর্ণের বারের ওজন ১ কেজি ২৮৩ গ্রাম। যার বাজার মূল্য এক কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো দুবাই থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইটে পরিত্যাক্ত অবস্থায় ধরা পড়লো স্বর্ণের চালান।