• ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে কোরআন অবমাননাকারী আকাশের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

AMZAD
প্রকাশিত ০৮ ডিসেম্বর, রবিবার, ২০২৪ ২২:৩৬:৫৮
সুনামগঞ্জে কোরআন অবমাননাকারী আকাশের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অবমাননাকারী আকাশ দাসের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচারিক নির্জন কুমার মিত্র রিমান্ডের এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক আকবর হোসেন।

জানা যায়, গত মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাতে ফেসবুকে দোয়ারাবাজার উপজেলার মংলারগাঁও গ্রামের প্রফুল্ল দাসের ছেলে আকাশ দাস কোরআন অবমাননা করে ফেইসবুকে কমেন্ট বক্সে ছবি দেয়।তাৎক্ষণিকভাবে পবিত্র কুরআন অবমাননার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নিন্দা, দুষ্কৃতকারীকে গ্রেফতারের দাবিতে এলাকার স্থানীয় মুসলিম জনতা ক্ষুব্ধ হয়ে উঠেন। পরে ওই দুষ্কৃতকারী আকাশ দাসকে ধরে দোয়ারাবাজার থানা পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা। রাত সাড়ে ৯ টায় পুলিশ তাঁকে দোয়ারাবাজার থানায় নিয়ে আসে। সে সময় দোয়ারাবাজার থানা এলাকায় মুসলিম তৌহিদী-জনতা বিক্ষোভ করতে থাকে। পরে দোয়ারাবাজার থানা পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এদিকে দোয়ারাবাজার থানার সাব ইন্সপেক্টর আরাফাত ইবনে শফিউল্লাহ বাদী হয়ে ( সাইবার সিকিউরিটি এক্ট -২৮/২.৩২/২.৩৩/২ দণ্ডবিধির ধারা ১৫৩,৫০৪,৫০৫-খ) দায়ের করেন।

এর পরে আকাশ দাসকে পুলিশ আদালতে নেয়া হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান এর আদালত জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন। পরে রোববার আদালতে তুলা হলে বিচারক নির্জন কুমার মিত্র ৫দিনের রিমান্ডের আদেশ দেন।