• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

গোয়ালাবাজারে অ্যাম্বুলেন্সের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু 

AMZAD
প্রকাশিত ১১ ডিসেম্বর, বুধবার, ২০২৪ ২১:৪৪:২০
গোয়ালাবাজারে অ্যাম্বুলেন্সের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু 

ওসমানীনগর প্রতিনিধি : সিলেটে মহাসড়কে অ্যাম্বুলেন্সের সাথে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী এক যুবক।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকার ব্রাহ্মণশাসন কশরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত পংকী মিয়া (৩৫) সিলেটের ওসমানীনগরের চাতলপাড় গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে ব্রাহ্মণশাসন কশরতল এলাকায় দ্রুতগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে পংকী মিয়ার মোটরসাইকেলের সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া।