
শাবিপ্রবি প্রতিনিধি : সিলেট বিভাগের ১৫তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতা-২০২৪ প্রথম স্থান অর্জন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফুড ইন্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী আল-আমিন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) শাবিপ্রবিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় এ গৌরব অর্জন করেন তিনি। এর আগেও ১৪তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চতুর্থ স্থান অর্জন করেছিল আল আমিন।
নিজের অনূভুতি ব্যক্ত করে আল আমিন বলেন, ‘এই অর্জনে আমি অনেক আনন্দিত ও উৎফুল্ল। আমার সবচেয়ে বেশি আনন্দ লেগেছে যে নিজের বিভাগকে সবার সামনে উপস্থাপন করতে পেরেছি। এ অর্জনের মাধ্যমে আমার বাবা-মাকে গর্বিত করতে পেরেছি। সেই সঙ্গে শিক্ষক, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের কাছ থেকে অনেক অভিনন্দন এবং শুভকামনা পেয়েছি, যা আমার চলার পথে সফলতার পাথেয় হয়ে দাঁড়াবে।’
আল-আমিনের বিভাগের সহপাঠীরা বলেন, ‘আমাদের বন্ধু ম্যাথ ডিপার্টমেন্টের না হয়েও ম্যাথ অলিম্পিয়াডে বিভাগীয় পর্যায়ে ফার্স্ট হওয়াটা আমাদের আর আমাদের ডিপার্টমেন্টের জন্য গর্বের। আশা করি জাতীয় পর্যায়েও সে সাফল্য নিয়ে আসবে।’