• ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটে বাড়বে শীত, দুর্ভোগে শ্রমজীবী মানুষ সহ রাস্তার কুকুর-বিড়াল

AMZAD
প্রকাশিত ১৪ ডিসেম্বর, শনিবার, ২০২৪ ২২:৫৬:৫৫
সিলেটে বাড়বে শীত, দুর্ভোগে শ্রমজীবী মানুষ সহ রাস্তার কুকুর-বিড়াল

নিজস্ব প্রতিবেদক : সিলেটে প্রতিদিন তাপমাত্রা কমেছে। গত ১০ ডিসেম্বর সিলেটের তাপমাত্রা ছিলো ১৬ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। তিনদিন পর আজ শনিবার (১৪ ডিসেম্বর) তাপমাত্রা নেমে প্রায় ১৪ ডিগ্রী সেলসিয়াসে অবস্থান করেছে।

তবে চলতি সপ্তাহ থেকেই আরও কমতে পারে তাপমাত্রা। এতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস। আর জানুয়ারির ১৫ তারিখের পর সিলেটের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাসও রয়েছে।

সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে সিলেটের তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রিতে ওঠানামা করছে। সিলেটের বিভিন্ন জায়গায় রাত ও সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকছে। অনেক জায়গায় বাতাসে শীতের তীব্রতা অনেক বেশী রয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, গত কয়েকদিন থেকে তাপমাত্রা ওঠানামা করছে। চলতি সপ্তাহে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে এখন সব জায়গায়ই শীতের তীব্রতা অনুভব হচ্ছে। তবে আপাদত সিলেট অঞ্চলে শৈত্যপ্রবাহের কোন পূর্বাভাস নেই। তবে জানুয়ারির ১৫ তারিখের পর শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে।

এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় দুর্ভোগে পড়েছে সিলেটের শ্রমজীবী মানুষ। শুধু শ্রমজীবী মানুষ নয় রাস্তার কুকুর-বিড়ালো এই শীতে প্রচন্ডে কষ্টে জীবনযাপন করছে।

এখন থেকে সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তাঘাট, লোকালয়। সেই সঙ্গে হিমেল বাতাসে জবুথবু অবস্থা নিম্ন আয়ের মানুষের। হাড় কাঁপানো ঠান্ডায় দুর্ভোগে পড়েছে বয়স্ক ও শিশুরা। এতে বাড়ছে ঠান্ডাজনিত বিভিন্নরোগ।